News Ticker

Menu
Previous
Next

Latest Post

বিনোদন

বিশ্ব বার্তা

বিজ্ঞান ও প্রযুক্তি

স্বাস্থ্য

খেলাধুলা

Recent Posts

আসছে ‘মিনিয়ন’রা!

Wednesday, June 24, 2015 /
ভারতীয় বক্স অফিসে হলিউডি ছবির দাপট আপাতত থামার কোনো নাম নেই। আগামী মাসে যে ছবি বলিউডে আসছে, তার কথা শুনে বলিউডি প্রযোজকদের হতাশা আরো বাড়তে পারে। আগামী ১০ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে বিখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘ডেসপিকেবল মি’র নতুন ছবি ‘মিনিয়নস’।
কলার মতো দেখতে রোবট শ্রমিকদের আজগুবি সব কাজকারবার আর ভাষার জন্য এই সিরিজের প্রথম দুই ছবিও তুমুল জনপ্রিয় হয়। ‘মিনিয়নস’ এর ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রাথমিক পর্যায়ের মুক্তির পর এবার ভারতের বাজারে আসছে পিয়ের কোফিন এবং কাইল ব্যাল্ডার এই ছবিটি।
কেভিন, বব আর স্টুয়ার্ট-এই তিন চরিত্রকে এবার দেখা যাবে দারুণ এক অভিযানের অভিজ্ঞতা নিতে। নতুন ওস্তাদের খোঁজ করতে গিয়ে তাদের দেখা মেলে এক দুর্দান্ত সুপার-ভিলেনের সঙ্গে, নাম যার স্কারলেট ওভারকিল। এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন সান্ড্রা বুলক।
এই তারকা অভিনেত্রীর পাশাপাশি জন হ্যাম, মাইকেল কিটন, অ্যালিসন জ্যানির মতো তারকারা কণ্ঠ দিয়েছেন এই ছবিতে। এ ছাড়া ষাটের দশকের একটি জনপ্রিয় গান যুক্ত থাকছে এ ছবির সাউন্ডট্র্যাকে।
বাংলাদেশেও আসার কথা রয়েছে ‘মিনিয়নস’-এর। যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে এর আগের বেশ কয়েকটি হলিউডি সুপারহিট সিরিজের ছবি (ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ট্রান্সফরমার্স, হাঙ্গার গেম) ভারতের সঙ্গে সঙ্গেই মুক্তি পেয়েছে বাংলাদেশের কিছু মুভি থিয়েটারে। সে হিসেবে আশা করা যায়, মিনিয়নদের কাণ্ডকারখানা দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকদের।

স্কিনি জিনসে স্নায়ুর ক্ষতি

/
স্কিনি জিনস বা আঁটসাঁট জিনসের পরিধান স্নায়ুর (নার্ভের) ওপর চাপ তৈরি করতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল চিকিৎসক এ তথ্য জানান। জার্নাল অব নিউরোলজি, নিউরোসার্জারি অ্যান্ড ফিজিয়াট্রির বরাত দিয়ে হাফিংটন পোস্ট প্রকাশ করেছে এই প্রতিবেদন।  
প্রতিবেদনে চিকিৎসকরা জানান, কয়েকদিন আগে ৩৫ বছর বয়সী একজন নারী হাসপাতালে ভর্তি হন। তিনি আঁটসাঁট জিনস পড়তেন। তিনি ক্ষতিগ্রস্ত পায়ের পেশি, পা ফোলা এবং অবশ স্নায়ুর সমস্যা নিয়ে আসেন।
অস্ট্রেলিয়ার দ্য রয়েল এডেলেইডা হাসপাতালের চিকিৎসক থমাস কিমবার জানান, ‘আমরা বিস্মিত হয়েছি ওই রোগীর স্নায়ু এবং পেশির খারাপ অবস্থা দেখে।’ 
হঠাৎ করে জিনস পরিহিত অবস্থায় তাঁর পা শক্ত এবং অসাড় হয়ে যাচ্ছিল। রোগী প্রথমে তাঁর সমস্যা বুঝতে পারেননি এবং চলাচলের জন্য অন্যের সাহায্য নেন। হাসপাতালে আসার আগে তিনি অনেকটা অসহায় অবস্থায় কাটাচ্ছিলেন।
ডা. কিমবার আরো বলেন, আঁটসাঁট জিনসের পরিধান তাঁর কুঁচকির স্নায়ুতে আঘাত করে; বিভিন্ন পেশিরও ক্ষতি করে। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, আঁটসাঁট জিনস পায়ের নিচের দিকে স্নায়ুতে চাপ ফেলে রক্ত চলাচলকে হ্রাস করেছে। 
চারদিন চিকিৎসা করা হয় ওই নারীর। এরপর তিনি স্কিনি জিনস পরা বাদ দেন। তারপরও পুরোপুরি সেরে ওঠেনি তাঁর পা। অবশ্য অনেকদিন পর ধীরে ধীরে পা স্বাভাবিক হয় ওই নারীর।
ডা. কিমবারের মতে, স্কিনি জিনস বেশ ফ্যাশনেবল হলেও এর পরিধান পায়ের বড় ধরনের ক্ষতি করতে পারে।
তাই এ ধরনের পোশাক ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।


‘আনডু সেন্ড মেইল’ সুবিধা আনছে জিমেইল

/
অনেক গুরুত্বপূর্ণ মেইল লিখছেন, কিন্তু সেন্ড অপশনে ক্লিক করার পর মনে পড়ল বড্ড এক ভুল থেকে গেছে মেইলে। কিন্তু একবার সেন্ড অপশনে ক্লিক করলে তো আর তাকে ফেরানোর উপায় নেই! এবার এই পাঠিয়ে দেওয়া বার্তাকে আটকে দেওয়ার সুবিধা এনেছে জিমেইল। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
গুগল তাদের ব্লগে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে তারা ‘আনডু সেন্ড’ অপশন যুক্ত করতে যাচ্ছে জিমেইল ব্যবহারকারীদের জন্য। তবে এই সুবিধা কিন্তু একদম নতুন না। পরীক্ষামূলকভাবে এই সুবিধার বেটা সংস্করণ ব্যবহার করতে পারতেন যে কেউ। সেই পরীক্ষামূলক পর্যায় চলেছে প্রায় ছয় বছর ধরে। অবশেষে পাকাপাকিভাবে এই সুবিধা উপভোগ করতে পারবেন জিমেইল ব্যবহারকারী!
যাঁরা ‘আনডু সেন্ড’-এর বেটা সংস্করণ ব্যবহার করছিলেন, তাঁরা স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণ উপভোগ করতে পারবেন। আর বাদবাকি ব্যবহারকারীদের সেটিংস অপশনে গিয়ে জেনারেল ট্যাব থেকে চালু করে নিতে হবে এই সুবিধা।
আদতে পাঠিয়ে দেওয়া কোনো মেইলকে ফিরিয়ে আনবে না গুগল। তবে ‘সেন্ড’ বাটন চাপার পর গ্রাহককে কয়েক মুহূর্ত ভাবার সুযোগ দেবে গুগল। এই সময়ে গুগল মেইল প্রাপকের কাছে না পাঠিয়ে নিজেদের সার্ভারে জমা করে রাখবে।
২০০৯ সালে যখন পরীক্ষামূলক এই সেবাটি চালু হয় তখন পাঁচ সেকেন্ড পর্যন্ত আনডু করার সুযোগ ছিল। তবে নতুনরূপে আসা এই সুবিধায় ৩০ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে গুগল। পছন্দমাফিক ৫, ১০, ২০ অথবা ৩০ সেকেন্ড অপেক্ষা করার অপশন বাছাই করে নিতে পারবেন গ্রাহকরা।
তবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এখনই চালু করছে না গুগল। নিরাশ হওয়ার কিছু নেই এ খবরে, গুগল জানিয়েছে শিগগিরই মোবাইল ফোনেও আনডু করতে পারবেন যে কোনো মেইল। কিন্তু কবে, কখন মোবাইল ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন তা জানায়নি গুগল।

এক ছবিতে এবার অভিনয় করতে চলেছেন শাহরুখ-সলমন-আমির

Tuesday, June 23, 2015 /
এক ছবিতে এবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন বলিউডের তিন খান, সলমন, শাহরুখ এবং আমির। হ্যাঁ, অবশ্যই এটা কোনও কল্পনা নয়, এটাই বাস্তব এবং সেটা ঘটতে চলেছে খুব শীঘ্রই। প্রযোজক সাজিদ নাদিওয়ালা হলেন সেই ভাগ্যবান প্রযোজক, যাঁর প্রযোজনায় একই ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের সবচেয়ে প্রভাবশালী ত্রয়ী,  শাহরুখ-সলমন-আমির। সূত্রের তরফে জানা গেছে, সাজিদ নাদিওয়ালা একটি ছবি প্রযোজনা করবেন, যেখানে এই তিন খান অভিনয় করবেন। শোনা যাচ্ছে তিনি নিজে ছবিটি পরিচালনাও করতে পারেন, তবে পুরোটাই নির্ভর করছে ছবিটি কি বিষয় নিয়ে তৈরি হচ্ছে। ২০১৭ সালের জানুয়ারি মাসে শ্যুটিং শুরু হবে এই ছবির এবং সেই তারকাখচিত ছবি মুক্তি পাবে ডিসেম্বর ২০১৭ সালে।
সূত্রের তরফে জানা গেছে ছবির চিত্রনাট্যটা অনেকটা মনমোহন দেশাইয়ের ছবি ‘অমর আকবর অ্যান্টনি’র ধাঁচে তৈরি হবে। প্রযোজকের মূল লক্ষ্যই হল ছবিতে যেন তিনজন তারকাই একইরকম গুরুত্ব পান। কেউ যদি সামান্যও কম গুরুত্ব পান, তাহলে তাঁদের কারর ভক্তরাই প্রযোজককে ছেড়ে কথা বলবে না, সেটাও জানেন প্রযোজক। তাই তিনি যথেষ্ট সময় নিয়ে ২০১৭ সালে এই ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন।
এর আগে রুপোলি পর্দায় একসঙ্গে শাহরুখ-সলমনকে দেখা গিয়েছিল রাকেশ রোশনের ‘করণ-অর্জুন’, অর্জুন কেসি বোকাডিয়ার ‘হাম তুমহারে হ্যায় সনম’ এবং কর্ণ জোহরের ‘কুচ কুচ হোতা হ্যায়’-তে। সলমন-আমির একসঙ্গে বলিউডকে উপহার দিয়েছেন হাস্য-কৌতুকে ভরা রাজকুমার সন্তোষির ‘আন্দাজ আপনা আপনা’ ছবিটি। তবে এই ছবি যদি সত্যিই তৈরি হয় তাহলে শাহরুখ-আমিরের একসঙ্গে এটাই প্রথম কাজ হবে। তাঁরা এরআগে একসঙ্গে কাজ করেননি।

গোয়াতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার দিল্লির দুই মহিলা

/
রাজধানী  দিল্লির বাসিন্দা দুজন মহিলাকে গোয়ায় গণধর্ষণ ও মারধরের অভিযোগ ৫ দুষ্কৃতীর বিরুদ্ধে। গ্রেফতার ৫জন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ওই মহিলারা বুধবার রাতে গোয়ার অঞ্জুনা বিচ গ্রামের উদ্দেশ্যে একটি ট্যাক্সিতে বেরিয়েছিলেন। অভিযোগ, উত্তর গোয়ার আরপোরা গ্রামে  মাদক বিরোধী শাখার পুলিশের বেশে রাস্তায় ট্যাক্সি থামিয়ে তল্লাশি চালান ৫জন দুষ্কৃতী। তারপর জোর করে তাঁদের কাছেই একটি ফ্লাটে নিয়ে গিয়ে গণধর্ষণ ও মারধর করেন ওই ৫জন। ওই ট্যাক্সিচালকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয় আজ সকালে। পুলিশের দাবি, গোয়ার কালাংগুটে গ্রামের একটি নৈশক্লাবে থাকে ওই ৫দুষ্কৃতী।  ওই ক্লাবটিকে ঘিরে বেআইনি কাজকর্মের অভিযোগ রয়েছে। দেহ ব্যবসা চালানোর অভিযোগে সম্প্রতি ওই ক্লাব ভাঙচুর করেছিল স্থানীয়রা।
জানা গিয়েছে, গোয়ায় ছুটি কাটাতে এসেছিলেন ২২ ও ৩০ বছরের ওই দুই মহিলা। রাতে অনজুনা গ্রামে যাওয়ার জন্য একটি ট্যাক্সিতে বেরিয়েছিলেন তাঁরা। অভিযোগ মাঝপথে ট্যাক্সি থামিয়ে তাঁদের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণ ও মারধর করে দুষ্কৃতীরা। পুলিশ সুপার উমেশ গোয়ানকর এ কথা জানিয়েছেন।

সোর্স : এবিপি আনন্দ 

গৃহবধূকে ‘ধর্ষণ’, মুখ খুললে স্বামীকে মেরে ফেলার হুমকি, বিষ্ণুপুরে

/


গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার দক্ষিণবাগি গ্রামে। অভিযোগের তির গ্রামেরই ২ যুবকের দিকে। গত বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটলেও গতকাল তা পরিবারের লোকজনকে জানান নির্যাতিতা। অভিযোগ, ধর্ষণের ঘটনাটি কাউকে জানালে গৃহবধূর স্বামীকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। তাই ভয় পেয়ে ঘটনার কথা এতদিন কাউকে জানাননি বলে দাবি অভিযোগকারিণীর। এরপর গতকাল রাতেই ধর্ষণের অভিযোগ দায়ের হয় বিষ্ণুপুর থানায়। অভিযুক্ত রাজু মণ্ডল ও চিরণ রায় পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


সোর্স : এবিপি আনন্দ 

সন্তানের সামনেই মাকে ‘গণধর্ষণ’ শাসনে

/
উত্তর ২৪ পরগনার শাসনে বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সন্তানের সামনেই মা-কে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত। পলাতক বাকি দুই দুষ্কৃতীর সন্ধান চালাচ্ছে পুলিশ। এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

অভিযোগকারিণীর দাবি, বুধবার রাতে স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে গভীর রাতে বাড়িতে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাড়ে তিন বছরের শিশুর সামনেই তাকে ধর্ষণ করে তারা।

বৃহস্পতিবার সকালে বোয়ালঘাটায় বাপের বাড়ি চলে আসেন নির্যাতিতা। তারপর শাসন থানায় অভিযোগ দায়ের করেন।


ঘটনার তদন্ত নেমে পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্ত সাহাবুদ্দিন ওরফে ক্যাশ-কে। বাকি দুই দুষ্কৃতী পলাতক।
পুলিশের দাবি, দুষ্কৃতীরা অভিযোগকারিণীর পরিবারের পূর্ব পরিচিত। ধৃতকে জেরা করেই মিলবে বাকি দুষ্কৃতীদের খোঁজ।


বুধবার দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার হয় চার অভিযুক্ত। সেই ঘটনার রেশ কাটে না কাটেই এবার গণধর্ষণের অভিযোগ উত্তর ২৪ পরগনার শাসনে।

সোর্স : এবিপি আনন্দ