আসছে ‘মিনিয়ন’রা!
 ভারতীয় বক্স অফিসে হলিউডি ছবির দাপট আপাতত থামার কোনো নাম নেই। আগামী মাসে যে ছবি বলিউডে আসছে, তার কথা শুনে বলিউডি প্রযোজকদের হতাশা আরো বাড়তে পারে। আগামী ১০ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে বিখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘ডেসপিকেবল মি’র নতুন ছবি ‘মিনিয়নস’।
ভারতীয় বক্স অফিসে হলিউডি ছবির দাপট আপাতত থামার কোনো নাম নেই। আগামী মাসে যে ছবি বলিউডে আসছে, তার কথা শুনে বলিউডি প্রযোজকদের হতাশা আরো বাড়তে পারে। আগামী ১০ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে বিখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘ডেসপিকেবল মি’র নতুন ছবি ‘মিনিয়নস’।
কলার মতো দেখতে রোবট শ্রমিকদের আজগুবি সব কাজকারবার আর ভাষার জন্য এই সিরিজের প্রথম দুই ছবিও তুমুল জনপ্রিয় হয়। ‘মিনিয়নস’ এর ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রাথমিক পর্যায়ের মুক্তির পর এবার ভারতের বাজারে আসছে পিয়ের কোফিন এবং কাইল ব্যাল্ডার এই ছবিটি।
কেভিন, বব আর স্টুয়ার্ট-এই তিন চরিত্রকে এবার দেখা যাবে দারুণ এক অভিযানের অভিজ্ঞতা নিতে। নতুন ওস্তাদের খোঁজ করতে গিয়ে তাদের দেখা মেলে এক দুর্দান্ত সুপার-ভিলেনের সঙ্গে, নাম যার স্কারলেট ওভারকিল। এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন সান্ড্রা বুলক।
এই তারকা অভিনেত্রীর পাশাপাশি জন হ্যাম, মাইকেল কিটন, অ্যালিসন জ্যানির মতো তারকারা কণ্ঠ দিয়েছেন এই ছবিতে। এ ছাড়া ষাটের দশকের একটি জনপ্রিয় গান যুক্ত থাকছে এ ছবির সাউন্ডট্র্যাকে।
বাংলাদেশেও আসার কথা রয়েছে ‘মিনিয়নস’-এর। যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে এর আগের বেশ কয়েকটি হলিউডি সুপারহিট সিরিজের ছবি (ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ট্রান্সফরমার্স, হাঙ্গার গেম) ভারতের সঙ্গে সঙ্গেই মুক্তি পেয়েছে বাংলাদেশের কিছু মুভি থিয়েটারে। সে হিসেবে আশা করা যায়, মিনিয়নদের কাণ্ডকারখানা দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকদের।
Share This:
- 
PrevoiusYou are viewing Most Recent Post
- 
Next
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Social Links: