কেএফসির ফ্রাইড চিকেনে ইঁদুর নিয়ে ধোঁয়াশা
ফ্রাইড চিকেনের জন্য জগদ্বিখ্যাত রেস্তোরাঁ কেনটাকি ফ্রাইড চিকেন (কেএফসি)। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এটি এক খদ্দেরকে ভাজা মুরগির মাংসের বদলে ভাজা ইঁদুর সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্রের ওই যুবক ক্রেতা ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, কেএফসি ফ্রাইড চিকেনের পরিবর্তে ফ্রাইড ইঁদুর দিয়েছে।
ওই যুবকের স্ট্যাটাসের বরাত দিয়ে যুক্তরাজ্যের ট্যাবলয়েড দ্য মিরর জানায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উইলমিংটনে ১০ জুন বুধবারে কেএফসির এক রেস্তোরাঁয় খেতে যান ভিভোরাইজ ডিক্সন নামের ওই যুবক। সেখানে লম্বা আকৃতির অদ্ভুত একখণ্ড মুরগির মাংস পান তিনি। অবয়ব দেখে মনে হয়, যেন একটি লেজঅলা ইঁদুর।
ডিক্সন মাংসের টুকরোটির বেশ কিছু ছবি ও ভিডিও ফেসবুকে আপলোডে করেন। তিনি লেখেন, ১০ জুনের ওই ঘটনার পর তিনি আবার কেএফসির রেস্তোরাঁয় যান এবং ব্যবস্থাপকের কাছে অভিযোগ করেন।
২৫ বছর বয়সী এ যুবক বলেন, ‘এটাতে (মাংসের টুকরা) কামড় দেওয়ামাত্রই আমি লক্ষ করলাম, খুবই শক্ত এবং রাবারের মতো। এ কারণে আমি এতে নজর দিই। তাকাতেই দেখি এটা ইঁদুর আকৃতির এবং এর লেজ আছে। এটা দেখে গা শিউরে উঠল।’
Social Links: