News Ticker

Menu

হালকা ওয়েব পেজ আর দ্রুতগামী মোবাইল ব্রাউসিং আসছে ভারতে, সৌজন্যে গুগল


স্লো মোবাইল ইন্টারনেটের জ্বালায় সবার জীবনই হতাশাময়। গুগল জানাচ্ছে ''২০০ মিলিয়নেরও বেশি ভারতীয় স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। একটি পেজ লোড হতে যদি ইউসাররা দিনে এক সেকেন্ডও অপেক্ষা করেন তার অর্থ জীবনের আড়াই বছর তাঁদের অপেক্ষাতেই কেটে যাবে।''
যখন কেউ খেলার আপডেট বা স্কোর জানতে উদগ্রীব বা আইআরসিটিসি-এর মাধ্যমে চেষ্টা চালাচ্ছেন ট্রেনের টিকিট কাটার অথবা পছন্দের রেস্তোরাঁর ফোন নম্বর খুঁজছেন, অথবা জানতে চাইছেন কোনও নির্দিষ্ট খবর তখন সময় ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতে বাজে নেটওয়ার্কের দাপটে মোবাইলে ইন্টারনেটের ব্যবহার বেশ হতাশাব্যঞ্জক।
এবার এই সমস্যার সমাধানে পথে নামল গুগল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ''গতি বাড়াতে নতুন কিছু নিয়ে আসতে চলেছি আমরা। দু'সপ্তাহের মধ্যে নয়া ফিচার চলে আসছে। আপনি যদি ভারতে থাকেন, সঙ্গি হয় একটি অ্যানড্রয়েড ফোন ও টুজি-এর মত স্লো ইন্টারনেট কানেকশন আপনি লক্ষ্য করবেন পেজগুলি অনেক দ্রুততার সঙ্গে লোড হচ্ছে। গুগল সার্চ রেসাল্টে ক্রোম বা অ্যানড্রয়েড ব্রাউসার ব্যবহার করলে অনেক কম সময়ে কম ডেটা খরচ করে সন্ধান পাওয়া যাবে সব কিছুরই।''
গুগল জানিয়েছে এই অপটিমাইজড পেজগুলি ৮০% কম ডেটা ব্যবহার করবে। একই সময়ে ৫০% বেশি পেজ ভিউ হবে।

Share This:

Post Tags:

Jyoti Sing

I'm Jyoti Sing. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM