By
Unknown
-
Tuesday, June 9, 2015
-

রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনে শত শত মার্কিন সেনা কিয়েভের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। ওয়াশিংটন-মস্কো উত্তেজনা যখন তুঙ্গে তখন এ খবর প্রকাশিত হল।
মার্কিন টিভি চ্যানেল এনবিসি জানিয়েছে, মার্কিন তিনশ’ ছত্রীসেনা ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের সঙ্গে জড়িত রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন এ তৎপরতাকে বড় ধরণের উস্কানি হিসেবে গণ্য করতে পারেন বলে আশংকা প্রকাশ করেছে এনবিসি।
মার্কিন বাহিনী তিন পর্যায়ে সাত শতাধিক ইউক্রেনীয় সেনার সঙ্গে কাজ করছে মার্কিন বাহিনী। এপ্রিল মাস থেকে মার্কিন বাহিনীর ছয় মাসের এ মিশন শুরু হয়েছে।
এদিকে কিয়েভের বাহিনীর প্রশিক্ষণে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন ক্যাপ্টেন নিক স্লালিমবেন। তিনি বলেন, প্রতিদিনই কিয়েভ বাহিনীর উন্নতি ঘটছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে প্রায় সাতশ’ মাইল দূরে এ মিশন চলছে।
এদিকে এরআগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেশকোভ এ প্রশিক্ষণের নিন্দা জানিয়েছেন।
Share This:
Jyoti Sing
I'm Jyoti Sing. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.
Social Links: