অফলাইনেও মিলবে গুগল মানচিত্রের সুবিধা
ইন্টারনেট সংযোগ ছাড়াই গুগল মানচিত্রের মাধ্যমে ব্যবহারকারীরা ঘটনাস্থল পর্যালোচনা ও দিক নির্দেশ করতে পারবেন। গুগল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এ বিষয়ে জানান, এই বছরের শেষের দিকে এটি কার্যকর হবে। ২০০৫ সালে প্রথম গুগল মানচিত্র প্রকাশ পাওয়ার পর ভ্রমণার্থীদের সুবিধাদানে বার বার নিজেকে প্রমাণিত করলেও অফলাইনে থাকার সময় সেটি অকার্যকর হয়েছে। তাই গুগলের কার্যক্রম বদলাচ্ছে। বিশ্বের বৃহত্তম অনুসন্ধান কোম্পানির দ্বারা আবার পরিষেবাটি চালু হল যেখানে নেভিগশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা অফলাইনেও টের পাওয়া যাবে।এ বিষয়ে গুগলের ভাইস প্রেসিডেন্ট জেন ফিৎজপ্যাট্রিক জানিয়েছেন, যেখানে প্রত্যেকবার নেভিগেটিং সুপার নির্ভরযোগ্য সংযোগ মাধ্যম পেতে চান, সেখানে এর পর অফলাইনেও মানচিত্রের খোঁজে ভ্রমণেচ্ছুদের মূল্যবান ডেটা ব্যয়ের প্রয়োজন হবে না। মানচিত্র অনুসন্ধানের পাশাপাশি যে কোনও স্বয়ংসম্পূর্ণ কাজও অফলাইনের মাধ্যমে সম্ভব হবে। আপাতত সংস্থার তরফে বিশেষ কোনও অঞ্চল নির্দিষ্ট করে দেওয়া না হলেও, ভবিষ্যতে ম্যাপিং নেভিগেশন জোন বেঁধে দেওয়া হবে বলে গোপন সূত্রে জানা গিয়েছে।
বিষয়টি সম্পর্কে ওই সংস্থার এক মুখপাত্র বলেন, গুগল মানচিত্র ব্যবহারকারীদের একটি বড় অংশ মানচিত্র ব্যবহারে অফলাইন অ্যাপ্লিকেশনটি কার্যকর করার আরজি জানান৷ তারপরই এ বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
Social Links: