৭ কোটি টাকার অফার, ক্যাটরিনার সঙ্গে বিজ্ঞাপনে ‘না’ সলমনের
এক সময় তিনিই ছিলেন ক্যাটরিনা কাইফের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। কিন্তু আজ সব অতীত। প্রেমিকা ‘প্রাক্তন’ হয়ে গিয়েছেন। তাই তাঁর সঙ্গে পর্দায় আর কোনও কাজেই আগ্রহী নন সলমন খান। সম্প্রতি ক্যাটরিনার সঙ্গে একটি বাণিজ্যিক বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য ৭ কোটি টাকার অফার পেয়েছিলেন সলমন। জানা গিয়েছে, বিজ্ঞাপনের প্রস্তাবে যতটা উদ্দীপনা দেখিয়েছেন ক্যাটরিনা, ততটাই নিস্পৃহ, নিরুতসাহী সলমন। এমনকী শোনা যাচ্ছে, লোভনীয় প্রস্তাব প্রত্যাখানই করেছেন সলমন।
কিন্তু সলমন তো এব্যাপারে যথেষ্ট খোলামেলা বলেই ইঙ্গিত মিলেছিল। প্রেমিকা ( তা তিনি বর্তমানে যতই প্রাক্তন হোন না কেন) অস্বস্তিতে পড়লে তাঁর পাশেই দাঁড়াতে দেখা গিয়েছে সলমনকে। বিদেশে এক দ্বীপপুঞ্জে রনবীর কপূরের সঙ্গে বেড়াতে গিয়ে বিকিনি বিতর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু রনবীর সে সময় বিষয়টি নিয়ে মুখ না খুললেও সংবাদমাধ্যমের প্রশ্নে বিপাকে পড়ার হাত থেকে ক্যাটরিনাকে রক্ষা করেছিলেন সলমনই।
শুধু তা-ই নয়, গত বছর নিজের বোন অর্পিতার বিয়ের সময় ক্যাটরিনার সঙ্গে মজায় মেতেছিলেন সলমন। খুনসুটি করে তাঁকে বলেছিলেন, ‘তোমাকে সুযোগ দিয়েছিলাম খান হওয়ার, তুমি কপূর হতে চাইলে’। ৩১ বছর বয়সি নায়িকা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন।
তাহলে এত কিছুর পরও কেন ক্যাটরিনার সঙ্গে কাজ করতে আপত্তি সলমনের?
আসলে জনসমক্ষে সপ্রতিভ থাকলেও কাজের ক্ষেত্রে ক্যাটরিনার সঙ্গে দূরত্ব রক্ষা করতে চান সলমন। এপ্রসঙ্গে তিনি বলেছেন, ক্যাটরিনা একসময় আমার ‘বন্ধু’ থাকলেও এখন সে অন্য কারও সঙ্গিনী এই সম্পর্ককে তিনি সম্মান করেন। তাই কেউ যেন ক্যাটরিনাকে বলার সুযোগ না পায়, ‘ও, তোমার এখনও সলমনের সঙ্গে যোগাযোগ আছে?’ তিনি চান না, তাঁদের পুরানো সম্পর্কের ছায়া ক্যাটরিনার এখনকার জীবনে পড়ুক।
সে কারণেই ‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে প্রথমে তাঁর বিপরীতে ক্যাটরিনাকেই নির্বাচন করা হলেও সলমনের আপত্তিতেই তাঁকে বাদ দিয়ে করিনা কপূরকে নেওয়া হয়। ‘বাজ’ ছবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল।
কেননা, আজ দুজনার দুটি পথ শুধু দুটি দিকে গেছে বেঁকে!
Social Links: