যোনি ক্যান্সার কমিয়ে দেয় যৌন কর্ম : গবেষণা
মহিলাদের যোনি ক্যান্সারের ফলে কমে যায় যৌন কর্ম, জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক বিজ্ঞানী। তিনি এব্যাপারে একটি সমীক্ষা করেছিলেন, সেখানে দেখা গেছে যোনি ক্যান্সারের চিকিতসার পর মহিলাদের যৌন কর্মে উতসাহ অনেকটাই কমে যায়। শুধু যোনি ক্যান্সারই নয়, সারভিক্স, জরায়ু, ডিম্বাশয় এবং যোনিদ্বারের ক্যান্সারের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটে, বলছে গবেষণা।
শিকাগোয় অ্যামেরিকান সোসাইটি ফর ক্লিনিকাল অঙ্কোলজি-র বার্ষিক সভায় এই সমীক্ষা প্রকাশিত হয়েছে। তাঁদের একটি দল পর্যবেক্ষণ করে দেখেছেন, রেডিয়েশন, কেমোথেরাপি, এবং অস্ত্রপোচারের পর একজন মহিলার যৌন কর্ম মাসে ৬.১-৬.৮ বার থেকে কমে ২.৬-৪.৯ হয়ে যায়।
সাকেথ গুন্টুপাল্লি নামে ইউনির্ভাসিটি অফ কলোরাডো স্কুল অফ মেডিসিন-এর সহকারী অধ্যাপক জানিয়েছেন, অনেকেই এই বিষয়টি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে অস্বস্তিবোধ করেন।
তিনি জানিয়েছেন, ৩১৫ মহিলাকে নিয়ে পরীক্ষা করে দেখা গিয়েছে, ক্যান্সারের চিকিতসার পর বিবাহিত জীবনে যৌন কর্ম অনেকটাই কমে যায়। এর মধ্যে দেখা গিয়েছে চিকিতসার ফলে অল্প বয়সেই যাঁদের মেনোপজ হয়ে গিয়েছে তাঁদের মধ্যে এই সমস্যা বেশি মাত্রায় হয়।
এক্ষেত্রে দীর্ঘ যৌন জীবন উপভোগের জন্য বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি। ক্যান্সারের চিকিতসা চলাকালীন দম্পতিদের কাউন্সেলিং-এর পরামর্শ দিয়েছেন গুন্টুপাল্লি।
সোর্স : এবিপি আনন্দ
Social Links: