সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল না সানি লিওনের মস্তিজাদে
নয়াদিল্লি: সানি লিওনের মস্তিজাদে সিনেমার ভবিষ্যত ঘোরতর সংকটে পড়ল। এই ছবির মুক্তির প্রতীক্ষায় ছিলেন সানির অনুরাগীরা। মে মাসেই সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে, সিনেমার বেশ কয়েক বিষয়ে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। ফলে সিনেমাটির মুক্তি পিছিয়ে গিয়েছে।
এর আগে জানা গিয়েছিল, সেন্সর বোর্ডের অনুমতি না পাওয়ায় সিনেমাটির মুক্তি পিছিয়ে গিয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, সিনেমার বিভিন্ন দৃশ্য অত্যন্ত ‘সাহসী’ বলেই মনে করছে সেন্সর বোর্ড। তাই মুক্তির অনুমতি দেওয়া হয়নি। এরফলে সিনেমাটির নির্মাতাদের এবার ফিল্ম সার্টিফিকেশন অ্যাপালেট ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে।
Social Links: