নিজের পছন্দে বিয়ে করায় পঞ্চায়েতের নির্দেশে মহিলাকে গণধর্ষণ
গাজিয়াবাদ: নিজের পছন্দের ছেলেকে বিয়ে করায় পঞ্চায়েতের নির্দেশে গণধর্ষিতা হতে হল এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ওই তরুণী। এতেই গ্রাম পঞ্চায়েতের চক্ষুশূল হন ওই তরুণী। গ্রামেই বিচারসভা বসে খাপ পঞ্চায়েতের। বিচারে ‘প্রেম’ ও নিজের পছন্দে বিয়ে করার সাজা ধার্য হয় ‘গণধর্ষণ’। ওই গ্রামের পুরুষদেরই মেয়েটিকে ধর্ষণ করতে নির্দেশ দেয় পঞ্চায়েত।
মেয়েটি জানিয়েছে, বিচার শুনেই প্রথমে তাঁর পায়ের তলার মাটি সরে গিয়েছিল। এতদিন যে মেয়েটি ওই মানুষগুলোর সামনেই গ্রামে বেড়ে উঠেছে, সেই মেয়েটির ইজ্জত নিতে বিন্দুমাত্র কুন্ঠিত হননি গ্রামের ‘পুরুষ’রা।
গণধর্ষণের পর তাঁকে গ্রাম ছাড়া করা হয়। এমনকী হুমকিও দেওয়া হয় ফের কোনওদিন গ্রামে ঢুকলে তাঁর পরিবারের অন্য মেয়েদেরও তাঁর মতোই অবস্থা হবে অর্থাত তাদেরও শাস্তি হবে গণধর্ষণ। পরিবারের পুরুষদেরও গুলি করে মারা হবে বলে হুমকি দেয় খাপ পঞ্চায়েত।
পঞ্চায়েতের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করলেও নিষ্ক্রিয় ছিল পুলিশ, এমনই অভিযোগ করেছেন ওই তরুণী।

Social Links: