আফগানিস্তানে ১২ থানা দখল করেছে তালেবান
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশের ১২টি থানা দখল করেছে তালেবান যোদ্ধারা। প্রাদেশিক কর্মকর্তারা আজ (রোববার) এ খবর জানিয়েছেন।
উরুজগান প্রদেশের গিজাব জেলার গভর্নর হাজি আব্দুল্লাহ খান জানান, সেনাবাহিনীর সঙ্গে দু সপ্তাহ সংঘর্ষের পর তালেবানরা এসব থানা দখল করে নিতে সক্ষম হয়। এসব সংঘর্ষে অন্তত ১২ তালেবান ও চার সেনা নিহত হয়েছে।
আব্দুল্লাহ খান সতর্ক করে বলেন, তালেবানরা গিজাবের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্থানীয় বাহিনী যদি সহায়তা না পায় তাহলে শহরটি দখল করে নেবে তালেবানরা।
এদিকে, উরুজগান পুলিশের প্রধান রহিমুল্লাহ খান বলেছেন, এরইমধ্যে আফগান নিরাপত্তা বাহিনী কিছু এলাকায় তালেবান-বিরোধী পদক্ষেপ নিয়েছে। এর আগে, উরুজগানের দেহ্ রাওয়াদা জেলায় তালেবানদের বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। বসন্তকালীন অভিযানে যখন তালেবানরা তাদের অভিযান জোরদার করেছে তখন এসব ঘটনা ঘটলো।
উরুজগান প্রদেশের গিজাব জেলার গভর্নর হাজি আব্দুল্লাহ খান জানান, সেনাবাহিনীর সঙ্গে দু সপ্তাহ সংঘর্ষের পর তালেবানরা এসব থানা দখল করে নিতে সক্ষম হয়। এসব সংঘর্ষে অন্তত ১২ তালেবান ও চার সেনা নিহত হয়েছে।
আব্দুল্লাহ খান সতর্ক করে বলেন, তালেবানরা গিজাবের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্থানীয় বাহিনী যদি সহায়তা না পায় তাহলে শহরটি দখল করে নেবে তালেবানরা।
এদিকে, উরুজগান পুলিশের প্রধান রহিমুল্লাহ খান বলেছেন, এরইমধ্যে আফগান নিরাপত্তা বাহিনী কিছু এলাকায় তালেবান-বিরোধী পদক্ষেপ নিয়েছে। এর আগে, উরুজগানের দেহ্ রাওয়াদা জেলায় তালেবানদের বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। বসন্তকালীন অভিযানে যখন তালেবানরা তাদের অভিযান জোরদার করেছে তখন এসব ঘটনা ঘটলো।

Social Links: