রাশিয়াকে একঘরে করতে জি-৭ বৈঠকে ডাক ওবামার
জি -৭ রাষ্ট্রগুলির বৈঠকে রবিবার ফের রাশিয়াকে কোনঠাসা করার ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই দিনের বৈঠকের প্রথম দিন ইউক্রেন প্রসঙ্গ ছাড়াও উঠে এল ইসলামিক স্টেট এবং বোকো হারামদের দমন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য গ্রিসের অর্থনৈতিক বিপর্যয়ের বিষয়গুলি ইন্টান্যাশনাল মানিটরি ফান্ডের পেশ করা রিপোর্ট অনুযায়ী অর্থনৈতিক ভাবে সবচেয়ে সমৃদ্ধ দেশগুলি অর্থাৎ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও আমেরিকাকে নিয়ে তৈরি হয়েছে জি -৭৷ বৈঠকের উদ্বোধনী ভাষণে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ইবোলা ও নিরক্ষীয় অঞ্চলের অন্যান্য মারণ রোগগুলি দমন করার বিষয়ে জোর দেওয়ার প্রস্তাব দেন৷ জার্মান চ্যান্সেলর একই সঙ্গে মনে করিয়ে দেন বিশ্ব উষ্ণায়নের বিষয়টিও৷কয়েক মাস আগেই প্যারিসের একটি বৈঠকে সারা বিশ্বের নেতারা শপথ নিয়েছিলেন কার্বন ও গ্রিনহাউস গ্যাসের নিষ্ক্রমণ কমানোর জন্য৷ কয়েক মাস পর পরিস্থিতি কতটা বদলালো তা নিয়েই সওয়াল করেন মার্কেল৷ আলোচনায় সবার নজর কাড়ে গ্রিসও৷ সম্প্রতি সে দেশে যে ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে তার কোনও আশু সমাধানে ব্যর্থ হয়েছে প্রশাসন৷ গ্রিক নেতারা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ছেড়ে দেওয়ার বিষয়েও ভাবনা -চিন্তা শুরু করে দেন৷ বৈঠকে যোগদানকারী নেতাদের প্রত্যাশামতোই উঠে আসে ইউক্রেন প্রসঙ্গ৷ এই বিষয়ে আলোচনা শুরু হতেই আক্রমণাত্মক হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷
ইউক্রেনের পূর্ব দিকে দোনেত্স্ক প্রদেশে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়া নিয়ে ফের রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি৷ জি -৭ সদস্য দেশগুলির প্রতিনিধিদের কাছে আবেদন করেন আন্তর্জাতিক বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে রাশিয়াকে একঘরে করে দেওয়ার জন্য৷ ইউক্রেনে সঙ্কট ঘনীভূত হওয়ার পর থেকেই অবশ্য আমেরিকা বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও অর্থ সাহায্য করার অভিযোগ তুলে আসছে রাশিয়ার বিরুদ্ধে৷ একাধিকবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়াকে কোণঠাসা করার ব্যবস্থাও করা হয়েছে৷ যদিও এমন পদক্ষেপে বিচলিত হননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷
Social Links: