By
Unknown
-
Tuesday, June 23, 2015
-

নয়াদিল্লি: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে বেকসুর খালাস দিয়েছে কর্নাটক হাইকোর্ট। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কর্নাটক সরকার। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে রাজ্য সরকার এআইএডিএমকে নেত্রীর বেকসুর খালাসকে বেআইনি বলে উল্লেখ করেছে।
উল্লেখ্য, গত ১১ মে ১৯ বছরের পুরানো এই মামলায় জয়ললিতা ও আরও তিন অভিযুক্তকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। এর ফলে ফের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ ফিরে পান জয়ললিতা।
এর আগে বিচারবিভাগীয় আদালত জয়ললিতা সহ চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দিয়েছিল। তাঁর ১০০ কোটি টাকা জরিমানাও করা হয়। এর ফলে আইন অনুসারে জয়ললিতার বিধায়ক পদ খারিজ হয়ে যায়। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে জেলে যেতে হয় জয়ললিতাকে। পরে অবশ্য সুপ্রিম কোর্ট জামিন পান মঞ্জুর করে তাঁর। কিন্তু হাইকোর্ট নিম্ন আদালতের ওই রায় খারিজ করে দেয়।
উল্লেখ্য, হাইকোর্টের রায়ে অব্যাহতি পেয়ে গদি ফিরে পাওয়ার পর ফের বিধানসভা আসনে লড়তে চলেছেন জয়ললিতা। ২৭ জুন ওই আসনে ভোট নেওয়া হবে। উপনির্বাচনের সময় দাখিল করা জয়ললিতার মনোনয়নপত্র অনুসারে তাঁর সম্পত্তির পরিমাণ ১১.১৩ কোটি টাকা।
Share This:
Jyoti Sing
I'm Jyoti Sing. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.
Social Links: