নাইজেরিয়ায় দুই আত্মঘাতী কিশোরীর বোমা বিস্ফোরণে মৃত ৩০
বাউচি(নাইজেরিয়া): নাইজেরিয়ায় ফের জঙ্গি হামলা। আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩০। উত্তর-পূর্বের সবচেয়ে বড় শহর মাইদুগুড়িতে একটি মসজিদের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় দুই কিশোরী। সেই সময় রমজান মাস উপলক্ষ্যে প্রার্থনা করতে ওই মসজিদে এসেছিলেন বহু মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখনই দুই কিশোরী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। জঙ্গি সংগঠন বোকো হারামের মূল ঘাঁটি নাইজেরিয়ার মাইদুগুড়িতেই। সেনা বাহিনীর সদর দফতর রাজধানী আবুজা থেকে সরিয়ে মাইদুগুড়িতে নিয়ে আসার সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শহরের বাগা সড়কের কাছে মসজিদে আসরের নামাজের সময় এক কিশোরী আত্মঘাতী বোমা হামলা চালায়। বিস্ফোরণের পর আরেক কিশোরী দৌড়ে পালাতে গেলে তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। এতে দ্বিতীয় কিশোরীও মারা যায়। এই ঘটনায় আহত বহু মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বহুদিন থেকে বোকো হারাম নাইজেরিয়াতে হত্যা, অপহরণ ও আত্মাঘাতী বোমা হামলা চালিয়ে আসছে। শয়ে শয়ে অল্প বয়সী মেয়ে ও মহিলাদের অপহরণ করেছে এবং করে চলেছে নাইজেরিয়ার এই চরমপন্থী জঙ্গি সংগঠনটি।

Social Links: