হস্তমৈথুন করলে হাতে গর্ভসঞ্চার হয়, অদ্ভূত মন্তব্য তুর্কি মুসলিম ধর্মগুরুর
হাস্যকর মন্তব্য করলেন তুরস্কের এক মুসলিম ধর্মগুরু। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, হস্তমৈথুন করলে পরের জন্মে হাতে গর্ভসঞ্চার হবে। টেলিভিশনে ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। দর্শকদের প্রশ্নের উত্তরে তিনি এমনই অদ্ভূত মন্তব্য করলেন ওই তুর্কি ধর্মগুরু মুকাহিদ সিহাদ হান। এক দর্শক তাঁকে প্রশ্ন করেন, বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি হস্তমৈথুন করেন, এমনকি তীর্থযাত্রার সময়ই তিনি তা করেন।
এর জবাবে সিহাদ হান বলেন, অবিবাহিত হলে তিনি বিয়ের পরামর্শ দিতেন। এক্ষেত্রে ধর্মীয় বিধানের দাবি করে তিনি বলেন, নিজের হাতের সাহায্যে যৌনক্রিয়াকলাপ করলে পরবর্তী জীবনে হাতে গর্ভসঞ্চার হয়ে যায়। তিনি বলেন, ইসলামে হস্তমৈথুন নিষিদ্ধ। প্রত্যেককেই নিজের এই ‘শয়তানি প্রবৃত্তি’ দমন করতে হবে।
সোর্স : এবিপি আনন্দ
Social Links: