কিশোরীকে গোসাবার লজে তুলে নিয়ে গিয়ে তিন দিন ধরে ‘গণধর্ষণ’
রাজ্যে ফের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। এবার ঘটনা দক্ষিণ ২৪ পরগণার গোসাবার পাখিরালয়ে। কিশোরীকে জোর করে তুলে নিয়ে গিয়ে লজে রেখে ৩দিন ধরে গণধর্ষণ করার অভিযোগ ৩যুবকের বিরুদ্ধে। গ্রেফতার মূল অভিযুক্তসহ ৪।
পুলিশ সূত্রে খবর,শনিবার গোসাবায় মাসির বাড়ি যাচ্ছিল সোনারপুরের বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরী। রাস্তায় ৩ যুবক তাঁকে আটকায়। তারপর তাকে জোর করে পাখিরালয়ের লজে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগ তারপর সেখানেই তিন দিন ধরে তার উপর চলে গণধর্ষণ। মঙ্গলবার সুযোগ পেয়ে হোটেল ছেড়ে পালিয়ে রাস্তায় চলে যায় অভিযোগকারিণী। তারপর কথা শুনে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেয় তাকে।
অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ মূল অভিযুক্ত বাবলু নস্করসহ ৩ যুবক ও ওই লজের ম্যানেজারকে গ্রেফতার করে গোসাবা থেকে। পরিবারের দাবি, ওই কিশোরীর টাকাপয়সা ও গায়ের গয়নাও ছিনিয়ে নেয় অভিযুক্তরা।
সম্প্রতি ২০-মে তিলজলায় এক কিশোরীকে জন্মদিনের নাম করে নৈশ পার্টিতে ডেকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। পলাতক অভিযুক্ত যুবক। রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা।
সোর্স : এবিপি আনন্দ
Social Links: